বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা মুখ্যমন্ত্রীর, এরপরই রাজ্যে MI-17 হেলিকপ্টার সহ ৩টি বিমানে এনডিআরএফ পাঠায় কেন্দ্র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট || রাজ্যের অভূতপূর্ব বিপর্যয় পরিস্থিতি নিয়ে নিয়মিত উচ্চ পর্যায়ের নজরদারী করা হচ্ছে। রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তর কেন্দ্রীয় বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বায়ুসেনা এবং এনডিআরএফও রাজ্য সরকারকে এই বিপর্যয় মোকাবিলায় সহায়তা করছেন।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুটি হেলিকপ্টার পাঠিয়েছেন উদ্ধার কার্যের জন্য, যা অমরপুরে উদ্ধার কাজে লাগানো হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি আরও এনডিআর এবং রাবারের নৌকা পাঠানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন ইন্ডিয়ান এয়ার ফোর্সের ৩টি বিমানে এনডিআরএফ দলের ১২০ জন সদস্য আগরতলাস্থিত মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অবতরণ করেছে। তারা বন্যা কবলিত স্থানে উদ্ধার কাজ শুরু করেন।
এদিন অমরপুরের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য একটি MI-17 হেলিকপ্টার পাঠিনো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*