আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট || তিন দিন ধরে গোটা রাজ্য জুড়ে যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি থেকে আগরতলাবাসীকে উদ্ধার করতে কি কি পদক্ষেপ নিয়েছে, সেই ব্যাপারে আগরতলা পুর নিগমের তরফে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কমিশনার শৈলাস কুমার যাদব সহ পুর ওয়ার্ডের কাউন্সিলররা।