আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট || অতি ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বহু জায়গায় অসংখ্য পরিবার ঘরহীন হয়ে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবির। সেই ত্রাণ শিবিরে সকলের সহযোগিতায হাত বাড়িয়ে দিয়েছেন ‘নেতাজী সুভাষ – সামাজিক সংস্থা’।
শনিবার উদয়পুর ত্রাণ শিবিরগুলোতে বিধায়ক অভিষেক দেব রায়ের সহযোগিতায় মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে নেতাজী সুভাষ সামাজিক সংস্থা। সংস্থার এই প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটার বাপন নন্দী, দেবাশীষ চক্রবর্তী সহ বহু জনসাধারণ।
যারা ত্রাণ শিবিরে খাবারের ব্যবস্থায় আর্থিক সহযোগিতা প্রদান করেছেন সকলকে নেতাজী সুভাষ সামাজিক সংস্থার সভাপতি মান্না কুরী অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।