২৬শে আগষ্ট থেকে শুরু হচ্ছে খোয়াই যাদব মহাসভার উদ্যোগে সাত দিনব্যাপী জন্মাষ্টমী মেলা

গোপাল সিং, খোয়াই, ২৫ আগস্ট || ২৬শে আগষ্ট থেকে খোয়াই শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জন্মাষ্টমী ও মেলার। রবিবার ত্রিপুরা যাদব মহাসভা খোয়াই শাখার উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অবগত করানো হয়। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যাদব মহাসভার সম্পাদক রঞ্জিত ঘোষ, সভাপতি সমীরণ ঘোষ সহ অন্যান্যরা। আগামী ২৬শে আগস্ট থেকে জন্মাষ্টমী ও মেলার সূচনা হবে এবং চলবে আগামী ২রা সেপ্টেম্বর পর্যন্ত। গোটা ত্রিপুরা রাজ্যে বন্যার ফলে খোয়াই মহাকুমার ও বিভিন্ন অংশ বন্যার জল প্রবেশ করে ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বাতিল করা হয় বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়। তাছাড়া এই জন্মাষ্টমী উৎসব ও মেলা সাত দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং চলবে হরিনাম কীর্তন ও প্রার্থনা। এই মেলাতে রাজ্যের এবং বহি:রাজ্যের বহু দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসবেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*