নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়লো চুরি যাওয়া একটি বাইক

গোপাল সিং, খোয়াই, ২৭ আগস্ট || খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়লো চুরি যাওয়া একটি বাইক। অপর একটি বাইকের জন্য নদীতে তল্লাশী চালানো হলেও মিলেনি কোনও সন্ধান। ঘটনা খোয়াই থানাধীন দশমীঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত রবিবার রাতে খোয়াই সুভাষপার্ক কালীবাড়ী এলাকা নিবাসী প্রদীপ দেবনাথের বাড়ীতে গভীর রাতে গ্রীলের দরজা ভেঙে পিতা-পুত্রের ২টি বাইক চুরি করে নিয়ে যায় বাংলাদেশী চোরের দল। খোয়াই থানা এলাকায় চুরির ঘটনা, বিশেষ করে বাইক চুরি এখন নিত্যদিনের ঘটনা। তাছাড়া সীমান্তে বিএসএফ’র কড়া নজরদারির মধ্য দিয়ে বাংলাদেশী চোরের উপদ্রব কি করে বৃদ্ধি পাচ্ছে তা নিয়েও জনমনে উৎকন্ঠা রয়েছে। খোয়াই সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত। নদী পার করতে পারলেই চুরি যাওয়া সামগ্রী, বাইক ইত্যাদি পারাপার করা সহজ। ধারনা করা হচ্ছে সেদিন রাতেও হয়তো চোরের দল দুটি বাইক নদীর মাধ্যমেই ওপার নিতে গিয়ে বিএসএফ’র তাড়া খেয়ে নদীতে ফেলে রেখে পালিয়ে যায়। কিন্তু সোমবার সকালে স্থানীয় এক জেলে মাছ ধরতে জাল ফেললে তাতেই একটি বাইক উদ্ধার হয়। যদিও অপর বাইকের সন্ধান চলছে। নদী থেকে বাইক উদ্ধারের খবর পেয়ে পুলিশ ও বাইকের মালিক ঘটনাস্থলে পৌঁছায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*