গোপাল সিং, খোয়াই, ২৭ আগস্ট || বিধ্বংসী আগুনে পুড়ে ছাঁই বসত ঘর সহ সমস্ত আসবাবপত্র। ঘটনা খোয়াই সুভাষপার্ক কালীবাড়ি এলাকায়। স্থানীয় স্বপন দাসের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নি সংযোগ ঘটে বলে প্রাথমিকভাবে জানা যায়। এই ঘটনায় তার বাড়ি ঘর ও সমস্ত আসবাব পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দমকলকর্মীরা পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। যে কারণে আগুন অন্যান্য বাড়ী-ঘরে ছড়িয়ে পড়েনি। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে বিজেপি খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন।