গোপাল সিং, খোয়াই, ২৭ আগস্ট || গ্রাম প্রধান পদে শপথ গ্রহণ অনুষ্ঠানে ঘিরে খোয়াইতে বিবাদ। বাতিল হল শপথ গ্রহণ অনুষ্ঠান। ঘটনার বিবরণে জানা যায় পশ্চিম গনকি গ্রাম পঞ্চায়েত এবং পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে। একসময় উত্তেজনা ও ক্ষোভের মুখে শপথ গ্রহণ অনুষ্ঠান ছেড়ে পালাতে হশ বিডিওকে। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে খোয়াই থানার পুলিশ মোতায়েন করা হয়। উক্ত ঘটনাটি ঘটে পশ্চিম গণকি এবং পশ্চিম সোনাতলা পঞ্চায়েতে। ঝামেলার জেরে শেষ পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হল খোয়াই পশ্চিম গণকি পঞ্চায়েতে।