লিটিল মাস্টারের ছেলের প্রাইভেট মাস্টার হচ্ছেন ওয়াসিম আকরাম

spস্পোর্টস ডেস্ক ।। এক সময়ের বিশ্ব কাঁপানো পেসার ওয়াসিম আকরাম তার বন্ধু শচিন টেন্ডুলকারের ছেলের প্রতি বেশ আগ্রহ আছে বলা যায়। কারণটা খুব সহজ। বৃহস্পতিবার মুম্বায়ের মাঠে যেখানে খাঁ-খাঁ রৌদ, সেখানে মাঠের মাঝামাঝি একটা নেটে বলের পর বল করতে দেখা গেছে নীল জার্সি গায়ে এক তরুনকে। কাছে গিয়ে দেখা যায় সেই তরুণ লিটিল মাস্টার শচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন। তার পাশেই দাঁড়িয়ে আছে ওয়াসিম আকরাম ও শচিন টেন্ডুলকার।
সেখানে অর্জনের যখন বল করছিল তখন সে একটা বলও স্ট্যামে লাগাতে পারেনি। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা বল যাদুকর ওয়াসিম আকরাম তার কাছ থেকে বল নিয়ে একটা মাঝারি দৌড় দিয়ে যেই বল করলে ওমনি অফ স্ট্যাম ভেঙ্গে উধাও হয়ে গেল। এমন দৃশ্য দেখে বালক রীতিমত ‘থ’ হয়ে দাঁড়িয়ে ছিল অনেকক্ষন। তারপর শচিন ছেলেকে ওয়াসিমের কাছে নিয়ে এসে কি যেন বললো, এরপর ওয়াসিম অর্জনকে কিভাবে বল ধরতে হয় তা শিখিয়ে দেয়। তারপর ব্যচ পটাপট অর্জন নিজেও ভেঙ্গে ফেললেন স্ট্যাম।
এমন দৃশ্য দেখার পর দেশের গণমাধ্যম গুলি মজা করে লিখেছে ওয়াসিম আকরামের কাছে যেন শচিন পুত্র প্রাইভেট পড়ে। তাহলে হয়ত বিশ্ববাসি আরো একটি ওয়াসিম অথবা শচিন দেখতে পাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*