আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || রাজধানীর আগরতলার রাধানগর সহ বিভিন্ন জায়গায় ছিনতাইকারীরা প্রাত ভ্রমনে মানুষের গলার চেইন ছিনতাই করে পার পেয়ে যাচ্ছিলেন। এবার এনসিসি থানার এসডিপিও সমেত পুলিশ বাহিনী মিলে দুই ছিনতাইবাজকে গ্রেপ্তার করে। তারা হলেন বাপন নন্দী, সমীর মিয়া। তাদের দুই জনের বাড়ি আগরতলায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার পর বাপন নন্দীর বাড়ি থেকে ১৫ লক্ষ টাকার স্বর্ণের গলার চেইন উদ্ধার করে। মঙ্গলবার পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানান। জানা যায়, আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়।