আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || বন্যা কবলিত আশ্রিতদের জন্য এক স্বাস্থ্য শিবির আয়োজন করা হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। বুধবার ৭-রামনগর মন্ডল অন্তর্গত ৩৫-নং ওয়ার্ডে বর্ডার গোলচক্কর বাজার সংলগ্ন দক্ষিণ রামনগর জে বি স্কুলে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি দক্ষিণ রামনগর জে বি স্কুলের ছাত্রছাত্রীদেরও এই শিবিরে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়।
এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ৩৫-নং পুর ওয়ার্ডের কর্পোরেটের তুষার কান্তি ভট্টাচার্য্য, ৭-রামনগর মন্ডল সভাপতি, সহ-সভাপতি, যুব মোর্চা সভাপতি, বুথ সভানেত্রী সহ বিজেপি কার্যকর্তাগণ।