সুব্রত দাস, গন্ডাছড়া, ২৯ আগস্ট || আশা কর্মী স্ত্রীকে দিয়ে বেশি কাজ করানোর এবং সময়মতো টাকা না দেওয়ার অভিযোগে দা দিয়ে অফিসে ঢুকে স্বাস্থ্যকর্মীদের উপর আক্রমণ করল স্বামী। ঘটনা রইস্যাবাড়ি পিএসসি’র অন্তর্গত তৈচাকমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ রইস্যাবাড়ি পিএসসি’র অন্তর্গত তৈ-চাকমা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে দুই জন স্বাস্হ্য কর্মী ও ১০ জন আশা কর্মীদের নিয়ে বন্যা কবলিত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক চলছিল। এমন সময় আশা কর্মী সেবিকা চাকমার স্বামী সুশীল চন্দ্র চাকমা মদ্যমত্ত অবস্থায় দা নিয়ে আসে এবং বলে তার স্ত্রী’কে দিয়ে কেন বেশী কাজ করানো হয় এবং সময় মত কেন টাকা দেওয়া হয় না। সে কথা বলে সে স্বাস্থ্য কর্মীদের গালা গাল করতে থাকে, এক সময় দা দিয়ে স্বাস্থ্য কর্মীদের উপর আক্রমণ করে। সেই সময় দা’র কোপ গিয়ে চিয়ারের মধ্যে পরে। কোনরকম প্রাণে বেঁচে যায় দুই স্বাস্থ্যকর্মী। সঙ্গে সঙ্গে এই ঘটনার পর স্বাস্থ্য কর্মীরা খবর দেয় রইস্যাবাড়ি PHC’র MOIC ডাঃ সাগর দেববর্মাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন ডাঃ সাগর দেববর্মা। তখন আবার আসে সুশীল চন্দ্র চাকমা। তখন ডাক্তার বাবু তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি ডাক্তার বাবু সঙ্গে খারাপ ব্যবহার করে চলে যায়। জানা যায়, সুশীল চন্দ্র চাকমা, MOIC ডাঃ সাগর দেববর্মাকে বলে আমার বিরুদ্ধে কি করতে পারেন গিয়ে করুন। জানা গেছে, সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে MOIC ডাঃ সাগর দেববর্মা রইস্যাবাড়ি থানায় সুশীল চন্দ্র চাকমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এখন দেখার বিষয় পুলিশ এই ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে। অফিস চলাকালীন অবস্থায় যদি স্বাস্থ্য কর্মীদের উপর এরকম আক্রমণ হয় তাহলে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কোথায়। এই রকম পরিস্থিতিতে স্বাস্থ্য পরিসেবা দিতে নিরাপত্তা হিনতায় ভোগছেন তৈ-চাকমার দুই স্বাস্থ্য কর্মী।