আন্তর্জাতিক ডেস্ক ।। কণ্ঠে যার গান আর হাতে গিটার নিয়ে সমস্ত পৃথিবী ঘুরে যুক্তরাষ্ট্রকে বিশ্ববাসির কাছে রিপ্রেজেন্ট করেছেন যিনি সেই কিংবদন্তি গিটারবাদক ও গায়ক বিবি কিং মারা গেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের নিজ বাড়িতে ঘুম অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
খবরে বলা হয় বিবি কিং বিশ্বজুড়ে `দ্য কিং অব দ্য ব্লুজ` হিসেবেই পরিচিত। তিনি ১৫ বার গ্রামি অ্যাওয়ার্ড জয় করেন।
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে জন্ম নেওয়া এই গিটারবাদক গত শতাব্দির চল্লিশের দশকে তার সঙ্গীত জীবন শুরু করেন। তার জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে বিশ্বের বিভিন্ন স্থানে কনসার্ট করে। গত বছরের আগ পর্যন্তও তিনি বছরে ১০০টিরও বেশি কনসার্ট করতেন।
রোলিং স্টোন ম্যাগাজিনের করা বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারবাদকের তালিকায় জিমি হেনড্রিক্স ও ডুয়ান অলম্যানের পরেই তৃতীয় স্থানে ছিলেন বিবি কিং। এছাড়া ২০০৯ সালে টাইম ম্যাগাজিনের করা বিশ্বের সেরা ১০ ইলেকট্রনিক গিটারবাদকের তালিকাতেও তিন নম্বরে ছিলেন তিনি।