আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট || রাজধানীর অবলা চৌমহনী থেকে অফিসলেন হয়ে আই জি এম চৌমুহনীস্থিত এলাকা পরিদর্শন করেন ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার পরিদর্শনকালে মেয়র বলেন, আগামী ৭ দিনের মধ্যে রাস্তার পাশে অবৈধ দোকান ও অনুমোদনহীন পার্কিং সরিয়ে নেবার নির্দেশ জারি করা হয়েছে। সরানো না হলে অবৈধ দোকানগুলো ভেভেঙে দেওয়া হবে।
এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, অতিরিক্ত কমিশনার এমডি সাজ্জাদ পি, নিগমের অন্যান্য আধিকারিকগণ, পশ্চিম জেলা ট্রাফিক এসপি মানিক দাস সহ আগরতলা পুর নিগমের টাস্কফোর্স।