আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ফুটবল টিম, আগরতলা প্রেস ক্লাবের ফুটবল টিমের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ বিকেল সাড়ে ৩টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে, অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হয়েছে। উপভোগ্যকর প্রীতি ম্যাচ হলেও ডি.ওয়াই.এ.এস টিম ২-১ গোলে জয়ী হয়েছে।
প্রথমার্ধেই ডিওয়াইএএস ধীরু দেববর্মার জোড়া গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে আগরতলা প্রেসক্লাবের সন্তোষ গোপ একমাত্র গোলটি করে ব্যবধান কমিয়ে আনে। খেলা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সংক্ষিপ্ত ভাষণে ডিওয়াইএএস-এর এই উদ্যোগের ভূয়ষী প্রশংসা করে নিয়মিত তা জারি রাখার আহ্বান জানান।
এদিকে, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ উনার ভাষণে রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করে ধন্যবাদ জ্ঞাপন করেন। স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়। অনুষ্ঠানে আগরতলা প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি কমল চৌধুরী এবং কার্যকরী কমিটির সদস্য মনীষ লোধ সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ডিওয়াইএএসএর পক্ষ থেকে দু-দলের খেলোয়াড়দের হাতে স্মারক উপহার ও প্রশংসাপত্র তুলে দেন।
দু-দলের হয়ে খেলেছেন: ডিওয়াইএএস এর হয়ে রাজকুমার দাস, সুজন সরকার, মানিক সূত্রধর, ধীরু দেববর্মা, সমরজিৎ দেববর্মা, জ্যাকব দেববর্মা, বেণু দেব, রাজেশ রায়চৌধুরী, রতন দাস, জিতেন দেববর্মা, আশিস দেববর্মা, সুশান্ত দেববর্মা, ফনি চাকমা, প্রদীপ দাস, পুরিপ্রসাদ দেববর্মা ও শুভেনজিৎ সিনহা। আগরতলা প্রেসক্লাবের হয়ে সন্তোষ গোপ, মেঘধন দেব, অনির্বাণ দেব, প্রসেনজিৎ সাহা, সুব্রত দেবনাথ, সুমিত সিংহ, মিল্টন ধর, অনিমেষ শর্মা, অভিষেক দেববর্মা, অরিন্দম চক্রবর্তী, জাকির হোসেন, সুমন সাহা, অলক চৌধুরী, শান্তনু বণিক, বিষ্ণুপদ বণিক, সিশান চক্রবর্তী ও সুপ্রভাত দেবনাথ।