আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট || ভারত রত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম দিবস উপলক্ষে শুক্রবার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন শিবিরে দুর্গতদের মধ্যে বস্ত্র দান করলো রাজ্য মহিলা কংগ্রেস কমিটি।
প্রসঙ্গত, সাম্প্রতিককালের প্রবল বর্ষণে মহকুমার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। এর ফলে বহু মানুষের জমি ফসল ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ফলে মহকুমার ৩৫টি ত্রাণ শিবিরে আশ্রয় নেয় প্রায় দুই হাজার মানুষ। তাছাড়াও গত ১২ই জুলাই রাতে এক অনাকাঙ্কিত ঘটনাকে কেন্দ্র করে আগুনে ঘরবাড়ি হারিয়ে প্রায় ৪০০ জন মহিলা পুরুষ গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি অস্থায়ী শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।
শুক্রবার রাজ্য মহিলা কংগ্রেস কমিটির প্রতিনিধিরা গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটি শিবির পরিদর্শন করেন এবং ভারত রত্ন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্ম দিবস উপলক্ষে শিবিরবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। শিবিরবাসীদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী সর্বানী চক্রবর্তী, সহ-সভানেত্রী গৌরী মজুমদার, রাইমাভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব রাজীব চাকমা সহ অন্যান্যরা।