আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || সাম্প্রতিক ত্রিপুরায় ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত চারিদিক। তারই খোঁজ খবর নিতে শুক্রবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী জেলার উদয়পুরে অবস্থিত ভেটেনারি মেডিসিন স্টোর পরিদর্শন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন তিনি ভেটেনারি মেডিসিন স্টোরটি পরিদর্শন করে ঔষধপত্র সহ যাবতীয় সরঞ্জাম গুলিকে শুষ্ক নিরাপদ জায়গায় রাখার নির্দেশ দেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মন্ত্রী বলেন, এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও দপ্তরের কতর্ব্যরত আধিকারিকরা গোমতী জেলার পশুধনকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে।