বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামার ও গবাদি পশু খামার পরিদর্শনে দপ্তরের মন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || রাজ্যে ভয়াবহ বন্যায় দরুন আর কে পুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম খিল পাড়া এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র শীল সহ আরও বেশ কয়েকজন লোকের পোল্ট্রি খামার ও গবাদি পশু খামার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস পশ্চিম খিল পাড়া এলাকার এই পোল্ট্রি খামার ও গবাদি পশু খামারগুলো পরিদর্শন করেন। তার পাশাপাশি খামারের মালিকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনরায় তাদের জীবিকা নির্বাহের জন্য পশু পালন দপ্তর ও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন মন্ত্রী সুধাংশু দাস।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*