আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || ৩০শে আগস্ট, শুক্রবার থেকে হরিয়ানায় এম ডি ইউনিভার্সিটি’তে অনুষ্ঠিত হয় ১৭’তম সিনিয়র ন্যাশনাল গ্ৰ্যাপলিং (কুস্তি) চেম্পিয়ানসিপ। চলবে আগামী ১লা সেপ্টেম্বর, রবিবার পর্যন্ত। এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের দুই জন খেলোয়াড় অংশ নিয়েছেন।
জানা যায়, একজন হলেন শ্যামল চন্দ্র আচার্য্য। উনার বয়স ৫৬ বছর। উনি ত্রিপুরা পুলিশে কর্মরত। উনি veterans ৩৫-৬০ বয়স বিভাগে ৮৪ কেজিতে ঘি ও নো ঘি ইভেন্টে পার্টিসিপেট করেছেন। অপরজন হছেন শিবম আচার্য্য। তিনি seniors ২০+ বয়স বিভাগে ১০০ কেজিতে ঘি ও নো ঘি ইভেন্টে পার্টিসিপেট করেছেন। ত্রিপুরা দলের কোচ রয়েছেন উত্তম আচার্য্য।