আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || শুক্রবার সিপিআই ত্রিপুরা রাজ্য পরিষদ উদ্যোগে দক্ষিণ ত্রিপুরার শান্তির্ণাজার মহকুমার গার্দাঙ, কাঞ্চননগর, লক্ষীছড়া, বগাফা অঞ্চল এবং বিলোনিয়া মহকুমার কালিনগর, চিত্তমারা, তিপ্রা পাড়া সহ বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, কাপড়, ছাত্র ছাত্রীদের জন্য খাতা কলম তুলে দেওয়া হয়।
এই দুই মহকুমার মানুষের সম্প্রতি বন্যায় প্রচন্ড ক্ষতি হয়। মহকুমার বিভিন্ন অঞ্চলের অনেক মানুষের ঘর বাড়ি বন্যায় সম্পূর্ণ তছনছ হয়ে যায় এবং অনেকের বাড়ি বন্যার জলে তলিয়ে যায়। সিপিআই রাজ্য এবং দুই মহকুমার নেতৃত্ব মহকুমার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে এবং বিপন্ন মানুষের সাথে কথা বলে এবং সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন সিপিআই রাজ্য সহ-সম্পাদক মিলন বৈদ্য, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য তথা পার্টির শান্তিরবাজার মহকুমা সম্পাদক সত্যজিৎ রিয়াং, সিপিআই রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বিক্রমজিৎ সেনগুপ্ত, সিপিআই নেতা বিভাস ভট্টাচার্যী ,মনোরঞ্জন ত্রিপুরা, রাকেশ দাস, সমীর রিয়াং, উদয় মগ, সিপিআই বিলোনিয়া মহকুমা সম্পাদক বিকাশ দে এবং সিপিআই নেতা বাবুল পাল প্রমুখ।