আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || শুক্রবার কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামে কুমারঘাট পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য সদস্যাদের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠিত হয়। এদিন শপথ নিলেন নবনির্বাচিত চেয়ারম্যান সুমতি দাস এবং ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ সকল সদস্য সদস্যারা।
এই শপথ গ্রহণ সমারোহে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক মনোজ কান্তি দেব প্রমুখ।
এদিন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস নবনির্বাচিত চেয়ারম্যান সুমতি দাস এবং ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ সকল সদস্য সদস্যাদের গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানা। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সুযোগ্য নেতৃত্বে কুমারঘাট ব্লক এলাকার প্রতিটি পঞ্চায়েতে ব্যাপাক উন্নয়ন হবে এবং সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবেন’।