আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট || আগামী ৭ই বা ৮ই সেপ্টেম্বর, ২০২৪ জে আর বি টি পরিচালিত গ্রুপ-ডি পরীক্ষার চুরান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে আগরতলা পুর নিগম ও রাজ্যের পুর পরিষদ এলাকাগুলিতে কর্মরত পাম্প অপারেটরদের বেতন বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে তাদের কমপক্ষে ৭০০০ থেকে ৭৫০০ টাকা করে বেতন প্রদান করতে হবে। তিনি জানিয়েছিলেন, সেই সাথে রাজ্যের এসপিও’দের বেতন বৃদ্ধি করা হয়। এখন থেকে এসপিও’দের বেতন বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। তাতে রাজ্য সরকারের ২ কোটি ৪৮ লক্ষ ৫৮ হাজার ৩৬৯ টাকা ব্যয় হবে। তিনি বলেন, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে ৯ জনকে নিয়োগ করা হবে।
এদিন তিনি জানিয়েছেন, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নতুন ৯১৬ জন পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে। পাশাপাশি, পর্যটন দপ্তরে অধীনে বিভিন্ন পদে ৫১ জন নিয়োগ করা হবে।
তিনি জানান, রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির পরিমান বেড়ে দাঁড়ালো প্রায় ১৮ হাজার কোটি টাকা। এ বছরের ভয়াবহ বন্যায় ৩২ জন লোক নিহত হয়েছে।