আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ সেপ্টেম্বর || হরিয়ানায় আয়োজিত জাতীয় গ্ৰ্যাপলিং (কুস্তি) প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় নোগি গ্র্যাপলিং অনূর্ধ্ব ৩৫-৬০ -এ ত্রিপুরা পুলিশে কর্মরত শ্যামল চন্দ্র আচার্য্য ৮৪ কেজি ওজন বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
পাশাপাশি এদিন অনূর্ধ্ব ২০+ এ শিবম আচার্য্য ১০০ কেজি ওজন বিভাগে রৌপ্য পদক জিতেছেন।
উল্লেখ্য, ৩১শে আগস্ট, শনিবার হরিয়ানার এমডি ইউনিভার্সিটিতে শুরু হয়েছে জাতীয় পর্যায়ের ১৭’তম গ্ৰ্যাপলিং (কুস্তি) প্রতিযোগিতা। গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ৬৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিচালক আরপি গর্গ। এই সময় গ্র্যাপলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার ডিরেক্টর বলবিন্দর সিং, সীমা রাজপুত, প্রদীপ কাটারিয়া, নূর আলম সরকার, আন্তর্জাতিক বিচারক মুলতান সিং ও আন্তর্জাতিক বিচারক সঞ্জয় পাওয়ার উপস্থিত ছিলেন। তাছাড়া উপস্থিত ছিলেন পার্থ সারথি সরকার, গুলজিন্দর সিং, নবীন রায়াল, সুবোধ যাদব, ত্রিপুরা গ্ৰ্যাপলিং (কুস্তি) টিমের কোচ উত্তম আচার্য্য। ভারতের ১৯টি রাজ্যের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।