সুব্রত দাস, গন্ডাছড়া, ০২ সেপ্টেম্বর || গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অস্থায়ী শিবিরে আশ্রিত শরণার্থীদের পাশে দাঁড়ালো রাজ্যের প্রজাপিতা ব্রম্মাকুমারী ঈশ্বরিয় বিদ্যালয়ের কর্মকর্তারা। প্রসঙ্গত, চলতি বছরের ১২ই জুলাই রাতে এক অনাকাংকিত ঘটনায় গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটি বাঙালী গ্রাম আগুনে পুড়ে ছারখার করে দেয় দুষ্কৃতকারীরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সর্বস্য হারিয়ে ১৩ই জুলাই থেকে সরকারী ভাবে গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংস্কৃতিক ভবনে অস্থায়ী শিবিরে আশ্রয় নেয় প্রায় ৪৫০ জন কচিকাচা সহ মহিলা পুরুষ। এরপর থেকেই বিভিন্ন সামাজিক সংস্থা এই শরণার্থীদের বিভিন্ন সাহায্য নিয়ে পাশে দাঁড়ায়।
রবিবার আগরতলা থেকে প্রজাপিতা ব্রম্মাকুমারী ঈশ্বরীয় বিদ্যালয়ের মাতা জয়ন্তী দেবের নেতৃত্বে ছয় জনের এক প্রতিনিধি দল উক্ত শিবিরে আসেন এবং শিবিরবাসীদের সঙ্গে মত বিনিময় করেন। মত বিনিময় শেষে সকলের হাতে পবিত্র রাখী পরিয়ে ভাব বিনিময় করেন প্রতিনিধিরা। প্রতিনিধিরা সকলের কপালে চন্দনের ফোটা দিয়ে সকলের মঙ্গল কামনা করেন। সর্বস্য হারানো শরণার্থীরা চরম দুঃখের সময়েও ঈশ্বরের নাম জ্ঞান শুনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন বলা যায়।