দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১৫ মে ।। মেলারমাঠস্থিত CPI(M) কার্যালয়ে দলের রাজ্য সম্পাদক বিজন ধর কথা বলেছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র সঙ্গে। প্রাসঙ্গিক প্রেক্ষাপট হিসেবে ADC ভোট থাকলেও CPI(M) রাজ্য সম্পাদক অভিমত ব্যক্ত করতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে দৃষ্টিকোন থেকে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এডিসি ভোটে মানুষের রায়, ভোট হ্রাসের কারন, রাজ্য তথা দেশের রাজনীতিতে বামশক্তিকে দূর্বল করার প্রয়াস, জাতীয় তথা রাজ্যস্তরে কংগ্রেসের অবস্থান,পরিবর্তন ও পশ্চিমবঙ্গ, রাজ্যে বিভাজনের মধ্য দিয়ে ক্ষমতা দখলের প্রয়াস ও মানুষের ভূমিকা সর্বোপরি সব বাধা দূর করার ক্ষেত্রে সংগ্রাম, লড়াই হচ্ছে একমাত্র পথ বলে জানিয়েছেন নাতিদীর্ঘ সাক্ষাৎকার পর্বে।