আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ সেপ্টেম্বর || সারাদেশের ন্যায় ত্রিপুরা রাজ্যেও শুরু হয় ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সদস্যতা অভিযানের শুভসূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
এদিন এই কার্যক্রমে অংশগ্রহণ করে বিজেপি দলের প্রাথমিক সদস্যতা নতুন করে গ্রহণ করার পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাতে প্রাথমিক সদস্যতার প্রমাণ পত্রক তুলে দেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
‘শক্তিশালী বিজেপি – বিকশিত ভারত’ নির্মাণের সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টির পরিবারে সংযুক্ত হতে সকলকে সদস্যতা গ্রহণ করার আহবান জানান বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
Referral Code: UULCWS
Referral link: https://www.narendramodi.in/bjpsadasyata2024/UULCWS