গোপাল সিং, খোয়াই, ০৪ সেপ্টেম্বর || পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি সিং দেববর্মার উপস্থিতিতে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে রুদ্ধ দ্বার বৈঠক অনুষ্ঠিত হয় মঙ্গলবার। জেলা শাসক চান্দনী চন্দ্রণ ছাড়াও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিনের এই বৈঠকে। পাশাপাশি এদিন তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলোও পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ মানুষের সাথে কথা বলেন। সাংসদ হবার পর এই প্রথম তিনি খোয়াইতে এসেছেন।