নতুন আঙ্গিকে শিক্ষক দিবস পালন করলো অধ্যক্ষ শ্রীমন্ত রায়

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ সেপ্টেম্বর || নতুন আঙ্গিকে গন্ডাছড়া মহকুমার প্রত্যন্ত গ্রামীণ এলাকা হিসাবে পরিচিত পঞ্চরতন এডিসি ভিলেজের অন্তর্গত রমেশ কবিরাজ পাড়ায় শিক্ষক দিবস পালন করলো গন্ডাছড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়। ৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিল ৬৩’তম শিক্ষক দিবস। এইদিন সাত সকালে কিছু বই পুস্তক খাতা কলম নিয়ে অটোতে চড়ে ছুটছেন গন্ডাছড়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়। আমাদের প্রতিনিধিকে দেখেই অটো থামিয়ে অধ্যক্ষ শ্রীমন্ত বাবু বললেন, যাবেন আমার সঙ্গে? সৎ নিষ্ঠাবান ওই ব্যক্তির মৌখিক নিমন্ত্রনে আমাদের প্রতিনিধিও ছুটলেন উনার সঙ্গে। সকাল ৭টায় গিয়ে পৌঁছা গেলো পঞ্চরতন এডিসি ভিলেজের রমেশ কবিরাজ পাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে। সেখানে আগে থেকেই ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে উপস্থিত ছিলেন অভিভাবিকারা। উক্ত অঙ্গনওয়ারী কেন্দ্রে পৌঁছে অধ্যক্ষ শ্রীমন্ত রায় কচিকাচাদের উপস্তিতি প্রত্যক্ষ করে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। কিছুক্ষন শিক্ষনিয় টিপস দেওয়ার পর অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে বই পুস্তক খাতা কলম এবং সকলের মধ্যে চকোলেট বিতরণ করেন। একান্ত এক আলাপচারিতায় কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেন নি শ্রীমন্তবাবু। শিক্ষক দিবসটি কি এবং কেন এই দিনটিকে যথেষ্ঠ মর্যাদার সঙ্গে পালন করি তার ব্যাখ্যা করেন গন্ডাছড়া সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত রায়। এমন উদ্যোগে খুশী সংশ্লিষ্ট পাড়ার লোকজন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*