আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর || সম্প্রতি বন্যায় শান্তিরবাজার মহকুমার দেবীপুর কচ্ছপছড়ায় ভূমি ধ্বংসে চাপা পরে একই পরিবারের তিনজন মারা যায়। বৃহস্পতিবার সিপিআই এবং সিপিআই(এম) এর যৌথ প্রতিনিধি দল সেখানে গিয়ে পরিবারের জীবিত একমাত্র সদস্যের হাতে সামান্য অর্থ, বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেয়।
এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন সিপিআই শান্তিরবাজার বিভাগীয় সম্পাদক তথা পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য সত্যজিৎ রিয়াং, সিপিআই শান্তিরবাজার বিভাগীয় পরিষদের সদস্য উদয় মগ, সিপিআই(এম) শান্তিরবাজার বিভাগীয় সম্পাদক আশুতোষ দেবনাথ সহ অন্যান্যরা।