আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ সেপ্টেম্বর || কলা ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে আক্রমণের শিকার হলেন ধর্মনগর থেকে আগরতলা গামী যাত্রী ট্রেনের টিটি। ঘটনা শুক্রবার লংতরাইভ্যালী মহকুমার মনু রেল স্টেশনে। জানা যায়, প্রতিদিনই পেচারথল ও মনু স্টেশন থেকে জেনারেল কামড়ায় বেআইনিভাবে কলার ছড়ি বোঝাই করে আগরতলা নিয়ে আসে কিছু ব্যবসায়ীরা। এতে ট্রেমের যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
শুক্রবার একইভাবে ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনে কলা ব্যবসায়ী কলা ট্রেনের জেনারেল কামরায় তোলার পর জনা কয়েক সাধারণ যাত্রী বিষয়টি নিয়ে কর্তব্যরত টিটি’র কাছে অভিযোগ করেন। টিটি অতুল কৌশিক কলা ব্যবসায়ীদের জেনারেল কামরায় কলা বোঝাই করা নিষিদ্ধ, অন্যথায় আর্থিক জরিমানা করা হবে বলে কলা ব্যবসায়ীদের বলেন।
এরপরই কলা ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর টিটি অতুল কৌশিককে একদল মহিলা বেধড়ক মারধর করে। তাতে আহত হন টিটি অতুল কৌশিক। কোন মতে জীবন রক্ষা করে স্টেশন ম্যানেজারের রুমে গিয়ে আত্মরক্ষা করতে হয় টিটিকে।