আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || রাজধানীর নাগেরজলাস্থিত কল্যাণ সমিতি ক্লাবের উদ্যোগে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রবিবার খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবছর কল্যাণ সমিতি ক্লাবের পূজার বাজেট প্রায় ৮ লক্ষ টাকার মত বলে জানান পুজো কমিটির সেক্রেটারি সৌম্য শুভ্র পাল।