আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || বন্যা পীড়িতদের সাহায্যার্থে মহারানী তুলসীবতী অ্যালুমনির উদ্যোগে রবিবার চন্দ্রপুর বাজার সংলগ্ন তুষার সংঘে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন এই স্বাস্থ্য শিবিরে বিশিষ্ট ডাক্তাররা স্বাস্থ্য পরীক্ষা করেন এবং বিনামূল্যে ঔষুধ বিতরণ করেন। এদিন এই স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মহারানী তুলসীবতী অ্যালুমনির সম্পাদক চন্দ্রা রায় সহ অন্যান্যরা।
