আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || যাত্রী সুরক্ষাকে প্রাধান্য দিয়ে রাজ্য পরিবহন দপ্তরকে সুদৃঢ় করছে রাজ্য সরকার, এই মূহুর্তে রাজ্যে সাত লক্ষাধিক বাহন রয়েছে যার মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিকই দ্বিচক্রযান। এই বিপুল সংখ্যক বাহনকে সুষ্ঠু ভাবে নিয়ন্ত্রণ ও দূর্ঘটনার সংখ্যাকে কমিয়ে আনার লক্ষ্যে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য পরিবহন দপ্তর আয়োজিত সড়ক সুরক্ষা কার্যক্রমে উপস্থিত হয়ে সুরক্ষিত পরিবহনের উপর সচেতনতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রায় ৪৫ জন মহিলাকে ড্রাইভিং শেখার জন্য প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্য সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশ মহানির্দেশক, অতিরিক্ত মহানির্দেশক ইন্টিলিজেন্স অমিতাভ রঞ্জন, অনুরাগ ও পরিবহন দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকগন।
এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের সাংবাদিকদের মধ্যে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়। তার পাশাপাশি সড়ক সুরক্ষা সংক্রান্ত দুটি পুস্তিকার আবরণ উন্মোচন করা হয়।
পাশাপাশি এই অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে ১৬টি নতুন গাড়ি রোড সেফটির জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে পরিক্রমণ করার যাত্রা শুরুর সবুজ সংকেত দেন উপস্থিত অতিথিরা৷
এই অনুষ্ঠানে পরিবহন দপ্তরের সকল কর্মীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ১,৭৩,৩৫০/- টাকা অর্থরাশি মুখ্যমন্ত্রী ত্রান তহবিলে প্রদান করা হয়।