আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ সেপ্টেম্বর || বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপূজা। এই দুর্গা পূজোকে কেন্দ্র করে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে ‘মায়ের গমন ও সারদ সম্মান’কে সামনে রেখে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রসাশনিক আধিকারিকগণ সহ বিভিন্ন ক্লাবের সদস্য-সদস্যাগণ।
এদিন এই মায়ের গমন অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।