মাছের পোণা বিতরণকে কেন্দ্র করে বচসা ও মারামারি, আহত খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব

গোপাল সিং, খোয়াই, ০৯ সেপ্টেম্বর || মাছের পোণা বিতরণকে কেন্দ্র করে বচসা ও মারামারি। আহত খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব মানিক সূত্রধর। আহত অবস্থায় তিনি সংবাদমাধ্যমকে জানান যে, মাছের পোনা বিতরণকে কেন্দ্র করে ঝামেলাটি হয় খোয়াই পুর পরিষদের ১৪নং ওয়ার্ড এলাকায়। খোয়াই পুর পরিষদের নির্দেশ ছিল যে, সমস্ত সুবিধাভোগীদের নিজস্ব পুকুর রয়েছে। তাই সবাইকে সমানভাবে মাছের পোণা বিতরণ করে দেওয়ার জন্য। সেই মতেই খোয়াই পুর পরিষদের কাউন্সিলর শঙ্কু পালের নেতৃত্বে মাছের পোণা বিতরণ শুরু হয় ১৪নং ওয়ার্ডে। সেখানেই মানিক সূত্রধর নামে ঐ সুবিধাভোগী তথা খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব জানতে চান যে, উনার পুকুর থাকা সত্বেও কেন মাছের পোণা পাবেন না। কিন্তু সেখান থেকেই শুরু হয় বচসা আর এরপর লাঠিপেটা করা হয় মানিক সূত্রধরকে বলে অভিযোগ। উনার মাথা ফেটে যায় এবং একটি পা ক্ষতিগ্রস্থ হয়। আহত অবস্থায় তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।
এদিকে পুজোর আগে বেতন বাড়ানোর দাবিতে খোয়াইয়ে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীরা রাস্তা অবরোধ করে। ৫ দফা দাবি আদায়ে খোয়াই-আগরতলা সড়কের বেলফাং এলাকায় প্রাপ্য মজুরির দাবিতে সোমবার দীর্ঘক্ষণ চলে এই অবরোধ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*