সুব্রত দাস, গন্ডাছড়া, ০৯ সেপ্টেম্বর || সোমবার পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গন্ডাছড়া পূর্ত দপ্তরের আধিকারিকের নিকট রাইমাভ্যলি ব্লক কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এক ডেপুটেশন প্রদান করা হয়। দাবি গুলির মধ্যে অন্যতম দাবি গুলি হলঃ
১) গন্ডাছড়া হাসপাতাল চৌমুহনী থেকে তালছড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে এবং ডাবল লাইন রাস্তা তৈরি করতে হবে।
২) গন্ডাছড়া বাজারের সমস্ত অলি গুলির রাস্তা পিচ সলিং করতে হবে।
৩) জগবন্ধু পাড়া থেকে ধনুরামপাড়া পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে।
৪) গন্ডাছড়া ডিগ্রী কলেজ থেকে ৩৬ কার্ড পর্যন্ত রাস্তা দ্রুত মেরামত করতে হবে ইত্যাদি।
ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন রাইমাভ্যেলী ব্লক কংগ্রেসের সহ-সভাপতি কিশোর চাকমা, রাইমাভ্যেলী ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি যতীন্দ্র ত্রিপুরা, ব্লক কংগ্রেস নেতা বরুন জয় ত্রিপুরা, রাইমাভ্যেলী ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার সহ অন্যান্য নেতৃত্বরা।