বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর || পূর্ব পিলাক টি আর পি সি কলোনিতে একই পরিবার থেকে উদ্ধার তিন ব্যক্তির মৃতদেহ। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দেবদারু ফাঁড়ী থানায় একটি খবর যায় পূর্ব পিলাক নবরাম পাড়ার টি আর পি সি কলোনীতে এক বাড়ী থেকে দুর্গন্ধ আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায় একটি ঘরের মধ্যে দুইজনের কাঁটা দেহ ও একজনের ঝুলন্ত মৃতদেহ পঁচাগলা অবস্থায় রয়েছে। পুলিশ ফরেন্সিক টিম ও মেজিষ্ট্রেটকে সঙ্গে নিয়ে মৃতদেহ ময়নাতন্তের জন্য নিয়ে যায়। এই মৃত্যু নিয়ে পুলিশ সংবাদমাধ্যমের সামনে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তি উনার স্ত্রী ও সন্তানকে দা দিয়ে কেঁটে হত্যা করে নিজে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ তদন্ত জারী রেখেছে। তদন্তের মাধ্যমে ও মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য।
জানা যায়, ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তির নাম বিরন্ত ত্রিপুরা (৩০)। কাঁটা অবস্থায় থাকা ব্যক্তি হলো বিরন্ত ত্রিপুরার সহধর্মীনি শ্যামা ত্রিপুরা (২৪), ৩ বছরের সন্তান আলিসা ত্রিপুরা। এই ধরনের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে পুলিশের পাশাপাশি বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সুষ্ঠতদন্তের দাবি করেন। এই ধরনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকা জুরে তিব্র চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে।