বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৯ সেপ্টেম্বর || কোনও এক সময় সবাই এক ক্লাসে ছিলেন, বসেছিলেন পাশাপাশি টেবিলে। কখনও বা কেও ছিলেন শিক্ষক আবার কেও ছাত্র। অনেকেই বিদ্যালয়ের শিক্ষকতা শেষ করে অবসর গ্রহণ করেছেন। আবার অনেকেই রাজ্যের খ্যতনামা চিকিৎসক, উকিল, সিভিল সার্ভিস সহ বিভিন্ন পেশায় আছেন। অনেকেই আবার চাকরি সূত্রে দেশের বাইরে আছেন। এই বন্যায় সবাইকে এক সূত্রে বেধেছে, সবাই জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। অনেকেই আবার জোলাইবাড়ি বিদ্যালয়ে পড়াশোনা করে এই বিদ্যালয়ে শিক্ষকতা করেন। সবাই মিলে এলাকায় বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। বিভিন্ন মানুষের প্রয়োজন অনুসারে পৌছে দিচ্ছেন সামগ্রী। পাশাপাশি স্বাস্থ্য শিবির ও করছেন বিভিন্ন জায়গায়। সোমবার কলসি রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এবং অনেক মানুষের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। সোমবার সকালে আগরতলা থেকে অনেক চিকিৎসক এবং জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন অনেক ছাত্র শিবিরে অংশ গ্রহণ করেন। তারা মানুষকে প্রয়োজনীয় সহায়তা করেন। স্বাস্থ্য পরীক্ষা করে সকলের হাতে প্রয়োজনীয় ঔষধ তুলে দেওয়া হয়।
জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ বিনিতা চাকমা জানান, উনারাও যথা সম্ভব মিলে সহযোগিতা করেন এবং এমন প্রচেষ্টায় সবাই খুশি। রাজ্যের সনামধন্য চিকিৎসক গৌতম মজুমদার জানান, উনারা এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক খুশি। ভবিষ্যতে জোলাইবাড়ি প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই প্রচেষ্টা জারি থাকবে। একই দিনে জোলাইবাড়ি এবং দেবদারুতেও দুইটি শিবির করা হয়।