বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর || প্রবল বর্ষার জলে রাজ্যের সবকয়টি জায়গায় লোকজনেরা ক্ষতির সন্মুখিন হয়েছে। এরইমধ্যে শান্তিরবাজার মহকুমায় ব্যাপকহারে বৃষ্টির ফলে ক্ষতির পরিমান অনেকটাই বেশি হয়েছে। শান্তিরবাজার মহকুার অধিকাংশ লোকজন কৃষি কাজের উপর নির্ভরশীল। বর্ষার ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে গিয়ে দাড়িয়েছেন জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস। ক্ষতিগ্রস্থ কৃষকদের কিভাবে দ্রুততার সহিত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি পাইয়ে দেওয়া যায় তারই প্রয়াস চালিয়েছেন তত্বাবধায়ক শ্রীদাম দাস। তিনি কৃষকদের পাশাপাশি জোলাইবাড়ী কৃষি দপ্তরের অধীনে ক্ষতিগ্রস্থ লোকজনদের চিন্তা ভাবনা করে উনাদের পাশে দাঁড়িয়েছেন। জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়কের অফিসে কর্মকরত সকল কর্মীদের সঙ্গে আলোচনাক্রমে সকলের বেতন থেকে কিছু পরিমানে অর্থরাশি ব্যায় করে কাকুলিয়া, মুহুরীপুর ও কোয়াইফাং এলাকায় প্রায় ১০০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেন। কৃষি দপ্তরের এইধরনের কর্মসূচীর জন্য সকলে কৃষি দপ্তরের তত্বাবধায়ককে ধন্যবাদ জানিয়েছেন।