বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১১ সেপ্টেম্বর || দিব্যাঙ্গন ছেলের চিকিৎসার জন্য রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন পিতা। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার দেবদারু ফাঁড়ী থানার অধীনে পূর্ব পিলাক দেওয়ানবাড়ী এলাকার বসবাসকারী নবদ্বীপ ত্রিপুরার ১২ বছরের ছেলে ২০১৮ সালে বিদ্যালয়ে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পরে। ডাক্তার দেখানোর পর কিছু সময় ভালো থাকলেও পরবর্তীসময় সে ধীরে ধীরে দিব্যাঙ্গন হয়ে পরে। নবদ্বীপ ত্রিপুরা পেশায় দিনমজুর। তাই তিনি অর্থের অভাবে সঠিকভাবে ছেলের চিকিৎসা করাতে পারছেন না। বিগত দিনে এই এলাকায় বিধায়ক ছিলেন যশবীর ত্রিপুরা। যশবীর বাবুর বাড়ীর কাছে থেকেও এই দিব্যাঙ্গন শিশুটিকে দেখার মতো উনার হাতে সময় ছিলোনা। যশবীর ত্রিপুরাকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।বর্তমান সময়ে জোলাইবাড়ীবাসী বাম বিধায়ক যশবীর ত্রিপুরাকে গদিচ্যুত করেছেন। বর্তমান সময়ে জোলাইবাড়ী বিধানসভায় বিধায়ক হিসাবে রয়েছেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া প্রতিনিয়ত লোকজনের সুখে-দুঃখে উনাদের পাশে দাঁড়াচ্ছেন। এইকথা জানার পর ছেলেকে সুস্থ করে তোলার স্বপ্ন দেখতে শুরু করেছেন অসহায় পিতা। তিনি আশাবাদী একদিন না একদিন মন্ত্রী উনার বিকলাঙ্গ শিশুটিকে দেখতে যাবেন ও চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। অপরদিকে তিনি আশাবাদী উনার ছেলের জন্য একটি ভাতার ব্যবস্থা করে দেবেন রাজ্য সরকার। ছেলেকে আগের মতো সুস্থ দেখতে রাজ্য সরকারের নিকট সাহায্য চাইলেন অসহায় পিতা।