বন দপ্তরের উদ্যোগে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ সেপ্টেম্বর || বন মন্ত্রী অনিমেষ দেববর্মার উদ্যোগে ও দপ্তরের তৎপরতায় গন্ডাছড়া মহকুমার বিভিন্ন অঞ্চলে ২০০ পরিবারে ত্রাণ বিলি করা হল মঙ্গলবার। এদিন খোদ বন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ীকা নন্দিতা দেববর্মা  রিয়াং সহ চার বিধায়ক এবং বন দপ্তরের পদস্থ আধিকারিকরা এই ত্রাণ বিতরণে অংশ নেন। এদিন মহকুমার রইস্যাবাড়ি, তৈচাকমা, দলপতি প্রভৃতি এলাকায় বন্যা বিশ্বস্তদের মধ্যে খাদ্যসামগ্রী, ২৫ কেজি চাল, ডাল, তেল, শুটকি এবং নগদ ৫০০ টাকা বিতরণ করা হয়। এদিন ২০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।
এই উপলক্ষ্যে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, রাজ্য সরকার দুর্গতদের পরিস্থিতির মোকাবিলায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই নিবিড় কর্মসূচি আগামীদিনেও অব্যাহত থাকবে। এই দিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমাভ্যালি মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, মহকুমা শাসক মহকুমা বন আধিকারিক সহ অন্য অন্য নেতৃত্বরা।
এদিনের ত্রাণ বণ্টনে যথেষ্ট উপকৃত হয়েছেন মানুষজন

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*