সুব্রত দাস, গন্ডাছড়া, ১১ সেপ্টেম্বর || আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মহকুমা শাসক কর্তৃক আহুত সভাও ভেস্তে গেলো বলা যায়। উক্ত সভায় সব কয়টি পূজা উদ্যোক্তাই আসন্ন দুর্গাপূজা না করার পক্ষে মতামত প্রকাশ করেন। এতে অনেকটাই মহকুমার সম্মান বাঁচাতে গিয়ে লেজে গুবরে হয়ে পড়েন প্রশাসনিক কর্মকর্তারা।
প্রসঙ্গত, অন্যান্য বছর ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় ২১-২২টি মণ্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্ত এবার গন্ডাছড়া মহকুমায় দুর্গোৎসব নিয়ে চলছে নানা গুঞ্জন। ফলে গন্ডাছড়া মহকুমাশাসক মহকুমার সব কয়টি পূজা উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় সভায় মিলিত হচ্ছেন। গন্ডাছড়া মহকুমাশাসক চন্দ্রজয় রিয়াং -এর আহ্বানে মহকুমা শাসকের কনফারেন্স হলে সমস্ত ক্লাব, সংস্থার কর্মকর্তাদের নিয়ে সভায় মিলিত হন। উক্ত সভায় ক্লাব, সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি বিধায়ক নন্দিতা রিয়াং দেব্বর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, বিকাশ চাকমা, সমীররঞ্জন ত্রিপুরা, মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেব্বর্মা, মহকুমার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ মহকুমার সমস্ত লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা।
সভার শুরুতেই মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং সভায় উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আসন্ন দুর্গাপূজার পক্ষে বিপক্ষে মতামত জানতে চান। জবাবে সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব, সংস্থার কর্মকর্তারা একে একে গন্ডাছড়া মহকুমার বর্তমান অশান্ত পরিস্থিতিতে দুর্গাপূজা না করার পক্ষে মতামত প্রকাশ করেন। সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব, সংস্থার কর্মকর্তাদের পক্ষ থেকে এধরনের বক্তব্য শুনে অনেকটাই লেজে গুবরে হয়ে পড়েন। পরবর্তী সময়ে উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা, এমডিসি, বিকাশ চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক সমস্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকতাদের কাছে যাতে সকলে মিলে মিশে আসন্ন দুর্গাপূজায় মায়ের শ্রীশ্রী চরণে অঞ্জলি প্রদান করা যায় তার জন্য আবেদন রাখেন।