সাগর দেব, তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর || কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে শুক্রবার তেলিয়ামুড়ায় কৃষ্ণপুর বিজেপি মন্ডলের পক্ষ থেকে ধিক্কার মিছিল বের করা হয়। বেলা বারোটায় তেলিয়ামুড়ার নেতাজি নগরস্থিত অশ্বিনী ঘোষ স্মৃতি কমিউনিটি হলের সামনে থেকে ধিক্কার মিছিলটি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
সম্প্রতি রাজ্য বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা কৃষ্ণপুরের বিধায়ক বিকাশ দেববর্মার বিরুদ্ধে যে দুর্নীতি মূলক নানান অভিযোগ আনে সেগুলি সম্পূর্ণ মিথ্যাবলে দাবি করেন কৃষ্ণপুর যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ। একই সঙ্গে সুদীপ রায় বর্মণকে হুঁশিয়ারি দিয়ে বক্তব্য রাখেন তিনি।
এদিকে কৃষ্ণপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত ধিক্কার মিছিল কৃষ্ণপুর বিধানসভা এলাকায় না করে, তেলিয়ামুড়া এলাকায় করায় সাধারণ মানুষের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে।