সুব্রত দাস, গন্ডাছড়া, ১৩ সেপ্টেম্বর || ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায় বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে থাকা বেসরকারি ফিডকো সংস্থার সাথে সম্পর্ক ছিন্ন করল রাজ্য সরকার। সম্প্রতি ত্রিপুরা রাজ্যের সাব্রুম, সাতচাঁন, আমবাসা, গন্ডাছড়া, মনু, ছাওমনু, মোহনপুর, হেজামারা, লেফুঙ্গা ও বামুটিয়া এই মহকুমা গুলিতে বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে ছিল বেসরকারি কোম্পানি ফিডকো। কিন্তু এই কোম্পানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছিল। এর মধ্যে অন্যতম অভিযোগ বিদ্যুৎ পরিষেবা সঠিক মত না দেওয়ার। অবশেষে ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরার যে যে মহকুমায় বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে ছিল বেসরকারি কোম্পানি ফিডকো সব মহকুমা থেকেই ফিডকো কোম্পানিকে বিতাড়িত করে দায়িত্বভার গ্রহণ করল TSECL। শুক্রবার সকাল ১১টা নাগাদ গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরে গন্ডাছড়া মহকুমার DCM দিলীপ দেববর্মার উপস্থিতিতে ফিডকো কোম্পানি থেকে দায়িত্বভার গ্রহণ করল TSECL এর আধিকারিকরা।