আক্রান্ত বীরচন্দ্রমনু ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || কিছুসংখ্যক লোকজনের দ্বারা আক্রান্ত বীরচন্দ্রমনু ইউনিয়ন ব্যাঙ্কের ম্যানেজার, এমনটাই অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রমনু ইউনিয়ন ব্যাঙ্কে কয়েকজন লোক গিয়ে ব্যাঙ্ক ম্যানেজার অরিন্দম দাসের সঙ্গে কথাবার্তা বলেন। পরবর্তী সময় ব্যাঙ্ক ম্যানেজার ফিল্ড ভিজিটের নামে বহিরাগত লোকজনদের সঙ্গে বের হয়। দীর্ঘ অনেক সময় অতিক্রান্ত হবার পর ব্যাঙ্ক ম্যানেজার ব্যাঙ্কে না আসাতে ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা খোঁজ খবর নিতে শুরু করে। দীর্ঘ অনেক সময় যাবার পর প্রায় সন্ধ্যা ৭ ঘটিকায় বহিরাগত লোকজনেরা ব্যাঙ্ক ম্যানেজারকে আহত অবস্থায় ব্যাঙ্কে দিয়ে যায় বলে জানা যায়। ব্যাঙ্ক ম্যানেজার উনার আহত হবার বিষয়ে কাউকে কিছু জানাননি। শুক্রবার উনার পক্ষ থেকে থানায় মামলা করা হবে জানালেও সারাদিন অতিক্রান্ত হবার পরেও কোনোপ্রকার মামলা দায়ের করা হয়নি। ম্যানেজারের উপর আক্রমনের বিষয়টি সংবাদমাধ্যমের সামনে জানালেন ব্যাঙ্কের কর্মীরা।
সুত্রের খবর অনুযায়ী জানা যায়, ম্যানেজার নিজ এলাকার এক গৃহবধূকে নিয়ে পরকীয়ায় আসক্ত ছিলেন। তিনি যে গৃহবধূকে নিয়ে ফষ্টিনষ্টি করতেন উনার স্বামী ও আত্মীয় পরিজনেরা এই আক্রমন করে বলে অভিযোগ। যার ফলে আক্রান্ত ম্যানেজারের পক্ষ থেকে থানায় কোনোপ্রকার মামলা দায়ের করা হয়নি। ম্যানেজারের উপর এইধরনের আক্রমনে ক্ষোভপ্রকাশ করলেন ব্যাঙ্কের অন্যান্য কর্মীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*