পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন CPI(M) Posted on May 16, 2015 by santanu99 — No Comments ↓ আগরতলা, ১৬ মে ।। কেন্দ্রে মোদী সরকার কর্তৃক চড়া হারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন CPI(M) সদর মহকুমা কমিটি। শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয় রাজধানীতে।