বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৪ সেপ্টেম্বর || শান্তিরবাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক ব্যাক্তি। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকালবেলায় শান্তিরবাজার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০১ এ ভি ৭৯৫৮ নাম্বারের একটি বাইক’কে একটি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে করে বাইক চালক জাতীয় সড়কে ছিটকে পরে গুরতর আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যাক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদানে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, দুর্ঘটনায় আহত ব্যক্তি জিরানিয়ার খুমলুং ছয়ঘড়ীয়ার বাসিন্দা উত্তম দেবর্বমা (৪৩)। তিনি সাব্রুমের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো বলে জানা যায়। দুর্ঘটনার পরবর্তীস ময় ট্রাকটিকে আটক করার প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার থানার পুলিশ।