গন্ডাতুইসা মহকুমার ঠিকেদার এসোসিয়েশন নামক সংগঠনের আত্মপ্রকাশ

সুব্রত দাস, গন্ডাছড়া, ১৫ সেপ্টেম্বর || বহুদিন ধরেই ধলাই জেলার আমবাসা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন ঠিকেদাররা। তাছাড়াও আর ডি এবং পূর্ত দপ্তরের অধীনে যেসমস্ত ঠিকাদাররা কাজ করে থাকেন তাদেরকে আমবাসা ডিভিশনে গিয়ে আফিসিয়াল কাজকর্ম করার ক্ষেত্রে পড়তে হতো। বর্তমানে আরডি এবং পূর্ত দপ্তরের ডিভিশন অফিস গন্ডাছড়া মহকুমায় স্থানান্তর করা হয়েছে। ফলে ঠিকাদারদের আফিসিয়াল বহু কাজ হাতের মুঠোয় চলে এসেছে। তাছাড়াও লক্ষ করে দেখা গিয়েছে অনেক অনেক সময় বিভিন্ন স্থান থেকে মোটা অংকের চাঁদার জুলুমবাজিতে পড়তে হয় ঠিকাদারদের। সার্বিক দিক দিয়ে চিন্তাভাবনা করে রবিবার একটি আলোচনা সভার মাধ্যমে গন্ডাছড়ায় আত্ম প্রকাশ করলো স্থানীয় ঠিকাদারদের সংস্থা গন্ডাতুইসা মহকুমার কন্ট্রাক্টর এসোসিয়েশন নামক সংগঠনের।
রবিবার দুপুর নাগাদ গন্ডাছড়া মহকুমার সাইমা ট্যুরিস্ট লজে এক সভার আয়োজন করেন স্থানীয় জাতি জনজাতি ঠিকাদাররা। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী এবং নামী ঠিকাদার হিসাবে পরিচিত রবিমোহন ত্রিপুরা। সভায় বিভিন্ন বক্তা বিশদে আলোচনা করার পর ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গঠন করা হয় গন্ডাতুইসা মহকুমার কন্ট্রাক্টর এসোসিয়েশনের পরিচালন কমিটি। সর্ব সম্মতি ক্রমে পরিচালন কমিটির সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন যথাক্রমে রবিমোহন ত্রিপুরা, অজিত বিশ্বাস এবং অন্নরাম ত্রিপুরা। সভা শেষে নতুন কমিটির সদস্যরা এক সাংবাদিক সম্মেলনে মিলিতো হন।
সাংবাদিক সম্মেলনে নব নিযুক্ত সম্পাদক অজিত বিশ্বাস জানান, গন্ডাছড়া মহকুমায় গঠিত এই কন্ট্রাক্টর এসোসিয়েশন সর্বদাই ঐক্যবদ্ধ থাকবে এবং নিজেদের কাজকর্মের পাশাপাশি সামাজিক কাজকর্মেও দায়বদ্ধতা নেবে এসোসিয়েশন।
নব নিযুক্ত সভাপতি রবিমোহন ত্রিপুরার উদ্যোগে রবিবার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে প্রথম কর্মসূচি পালন করলো কন্ট্রাক্টর এসোসিয়েশন। তবে এদিনের  কন্ট্রাক্টর এসোসিয়েশনের এই কর্মসূচিতে এমডিসি বিধায়ক বা কোনো জনপ্রতিনিধিদের দেখা যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*