সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ সেপ্টেম্বর || যেকোনো সময় এডিসি এলাকায় ঘোষণা হতে পারে ভিলেজ কমিটি নির্বাচন। এমনটা ধরে নিয়ে গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ এডিসি এলাকা চষে বেড়াচ্ছে তিপ্রা মথা দলের নেতৃত্ব এবং কর্মীরা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল ছেড়ে তিপ্রা মথা দলের ঝান্ডা হাতে তুলে নিচ্ছে সাধারণ ভোটাররা।
রবিবার মহকুমার তিপ্রা মথা দলের আহ্বানে গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত রতননগর এডিসি ভিলেজের কমিউনিটি হলে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কর্মীসভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব হিরণ্ময় ত্রিপুরা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নেতা হরিশ দেব্বর্মা এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেতা বাসুদেব চাকমা সহ অন্যান্যর।
সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে গিয়ে আসন্ন প্রায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে তিপ্রা মথা দলের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন। উক্ত সভায় বিভিন্ন দল ছেড়ে ১১টি পরিবারের ৩৫ জন ভোটার তিপ্রা মথা দলে যোগ দিয়ে ঝান্ডা হাতে তুলে নেন কর্মীরা। নেতৃত্ব হিরণ্ময় ত্রিপুরা জানান, আগামী দিনগুলিতে এধরণের কর্মসূচি গন্ডাছড়ায় জারি রাখবে তিপ্রা মথা দল।