সুব্রত দাস, গন্ডাছড়া, ১৬ সেপ্টেম্বর || ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি থানায় কর্মরত এক এসপিও এবং এক কনস্টেবলের মধ্যে খেলার মাঠে কর্তব্যরত অবস্থায় মারামারি হয়। ঘটনাটি ঘটে শনিবার। আইনের কারবারিদের উক্ত ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীদের মধ্যে হাসির রোল পড়ে। এই ঘটনার তদন্তে নামে ধলাই জেলা পুলিশ।
এদিন ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি থানায় কর্মরত এসপিও এবং এক কনস্টেবলের মধ্যে খেলার মাঠে কর্তব্যরত অবস্থায় মারামারি ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার পরে ধলাই জেলা পুলিশের তদন্তক্রমে অভিযুক্ত এসপিও বাবুল কান্তি ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।