আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর || নবী হযরত মুহম্মদেরর জন্মদিন উপলক্ষে সোমবার সকালে রাজধানীর ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণের সামনে থেকে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়। এদিন মুসলিম সম্প্রদায়ের নারী পুরুষ মিছিলে অংশগ্রহণ করেন। ইন্দ্রনগর থেকে আগরতলা ধলেশ্বর গণরাজ চৌমুহনী সহ বিভিন্ন পথ পরিক্রমা করে এই ধর্মীয় শোভাযাত্রাটি।